ধারণা করা যায় যারা একদিন আওয়ামী লীগের প্রায় স্তম্ভ হয়ে নিজেদের জাহির করতেন, আওয়ামী লীগের প্রথম সারিতে ছিলেন তারা আজ মন্ত্রীসভা ( 2019 ) থেকে বাদ পড়ে পরাজয়টি কি হলো আওয়ামী লীগের !
বাদ পড়াদের তালিকায় আরও রয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পাট ও বস্ত্রমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মৎসমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বিমানমন্ত্রী এ. কে. এম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী মতিউর রহমান।
মোফাজ্জল হোসেন চৌধুরী নির্বাচনে মনোনয়ন পাননি।
প্রবীণরা বাই বাই, নবীনরা ওয়েলকাম এই বার্তা কি আরও উন্নয়নের আলোক শিখা ! এক্যের দিক দিয়ে সু-শৃঙ্খল করা !! নাকি আওয়ামী লীগের মধ্যে অসন্তোষ বাড়িয়ে দেওয়া !
যারা বাদ পড়ে গেলেন তারা ভোট ডাকাতিতে অবদান রেখেছিলেন বলেই ধারণা, সেই সাথে ধারণা দলটি নিজের পায়ে কুড়াল মেরে দিল।
তারিখঃ জানুয়ারী ০৬, ২০১৯
রেটিং করুনঃ ,