আমাকে পরখ করে নিও তোমার মায়াবী চোখে
কিছু সত্য যাচাইয়ে তোমার চোখের আলোকে
সেই পরখে যদি কিছুটা মন্দ কালো ছায়া জোটে
তোমার পরখে পরশে সেখানে আলোকিত ফুল ফোটে।
আমাকে কিছুটা ভাবিও তোমার কোন অবসরে
একটু ছোঁয়া পাবে তোমার আলোকিত প্রাণ ঘরে
সেই ভাবনায় কিছুটা কাছে আসি, তোমার যদি মনে !
সু-শোভিত পুস্প গন্ধের আয়োজন তোমার হৃদয় প্রাঙ্গণে।
তোমার কোমল ছোঁয়া দিও তোমার খিলখিল কথা রাশিতে
নানান সুরের খেলা খেলবে তখন তোমার হৃদয় বাঁশিতে
সেই বাঁশি সুরে যদি যাদুকর হয়ে তোমার হৃদয়ে আসি
অতি গভীরে মুখোরিত চারিদিক ভালোবাসি ভালোবাসি।
তারিখঃ অক্টোবর ১৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,