পবিত্র ঈদুল আজহা প্রায় এখন বাড়ির দুয়ারে আমাদের দেশে এখন ঘন্টার হিসাবের অপেক্ষায়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় আমাদের দেশ সহ বিভিন্ন দেশে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, সময় ও চাঁদের অবস্থানের কারণে বেশি ভাগ দেশে আমাদের দেশ থেকে কয়েক ঘন্টা বা একদিন আগে ঈদুল আজহা উদযাপিত হয় সেই সাথে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসব উদযাপন ।
ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো পবিত্র হজ্ব, এবয় হজ্বের অন্যতম অংশ হিসেবে পশু কোরবানির মধ্য দিয়ে হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা স্মরণ করার প্রথা শুরু থেকেই পালিত হয়ে আসছে কোরবানির নিয়ম। এদিন নিজ নিজ সামর্থ্য মত গরু, উট, ছাগল, দুম্বা ভেড়াসহ হালাল বিভিন্ন পশু কোরবানি দেওয়া হয়, এগুলির মাংস গরীব ও আত্মীয় স্বজনের মধ্যে বিতরন করা হয়, আর বিক্রয়কৃত পশু চামড়ার অর্থ গরীব ও দুঃস্থ্য মানুষের মধ্যে বিতরণ করা হয়। এই সময়েই চামড়ার বাজার থাকে সব চেয়ে চাঙ্গা আর অবদান রাখে দেশের অর্থনীতিতেও।
ইতিমধ্যে অনেকে কর্ম স্থল ও শিক্ষা প্রাঙ্গণ থেকে শিকড়ের টানে নিজ নিজ গ্রামে ও শহরে পৌঁছাতে শুরু করেছেন অনেকে নিরাপদে পৌঁছিয়েও গিয়েছেন প্রিয় জনদের সাথে ঈদুল আজহা পালন করার জন্যে।
আমি ও আপনি যেখানেই থাকি না কেন ঈদুল আজহা সকলের জন্যে হোক ত্যাগের মহিমায় ও আনান্দের। সবাইকে শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তারিখ: সেপ্টম্বর ০৯, ২০১৬
রেটিং করুনঃ ,