একটি প্রয়োজন ছিল বড় ব্যার্থতার, বড় ধাক্কার সেটি পেয়েছি, এখন লক্ষ্য বড় ব্যার্থতা ও বড় ধাক্কাটিকে কাজে লাগিয়ে সাফল্য আর্জন করে আনা।
জীবনের ধরণ পাল্টাতে শুরু করেছি, ইংরেজীর ভাষার উপর একটি দখল, পেশাগত কারিগরি দিকে এক নিষ্ট ভাবে মন নিবেশ করা সেই সাথে সময়ের মূল্যায়ন ও যতাযথ ব্যবহার।
জ্ঞান দীপ্ত বাক্য ব্যয় ও খুব সংক্ষিপ্ত ভাবে, বিষদ বিবরণে কথা বলায় সময়ের বড় অপচয় হয়। চিন্তা শক্তিকে ক্রমশঃ শক্তিশালি করা যেখান থেকে বেড়িয়ে আসে নতুনত্ব চিন্তার যোগান, পদক্ষেপ এবং সেই সাথে নক্সা মত এগিয়ে চলা, পথ চলায় যে কোন বাধা ও ভয়কে মুক্ত করা।
মনে বিশ্বাস রাখা যে, পথ তৈরী হচ্ছে সাফল্য আর্জন করার জন্য ব্যার্থতা মোকাবেলায় আর সেখান থেকে শিক্ষা নিয়ে, এই সময়টা বলে দিচ্ছে যেমন তেমন ভাবে চলার দিন এখন শেষ, পরিকল্পনা, প্রচেষ্টা ও পরিশ্রমই একমাত্র নির্দেশনা যার যাথে যুক্ত থাকবে ক্রমাগত জ্ঞানার্জন, আকাংখা, নিজের প্রতি বিশ্বাস ও প্রত্যশার পরিমাপ।
প্রতিদিনই ৮৬,৪০০ সেকেন্ডের একটি মূল্যায়ন করা মাসের হিসাবে, বছরের হিসাবে ৩১,৫৫৭,৬০০ সেকেন্ড, অথচ খুব দ্রুতই অতিক্রম করে যায় অথচ সাফল্য অতিক্রমের পরিমানটা খুব নগন্য।
এটি একটি বড় হিসাব শিখাতে সক্ষম, অনেক গুলি নতুন চিন্তার সূচনাও করার কথা, অন্ততঃ আমাদের থেমে থাকা থেকে চালিত শক্তি বাড়ে।
তারিখ: জানুয়ারী ২২, ২০১৯
রেটিং করুনঃ ,