কিছু কষ্ট রেখে গেলাম তোমার জন্যে
হ্যামিওপ্যাথির কাঁচের ছোট্ট বোতলে করে
খুব যত্নে ভরে।
সমুদ্র সমান কষ্ট তোমাকে দেওয়া আমার সাজে না,
ওগুলি আমার মধ্যে ধারণ করে রাখার জন্যে,
নীল, খুব কঠিন নীল কষ্টের ওগুলির রূপ।
তুমি খুব আদররে, আদরে আদরে দুলালী
তীব্র অনুভূতি ছেঁকে ছেঁকে অতি মমতায় যত্নে যার আবিষ্কার
সেই চিরদিনের যে তুমি-
তোমার জন্য রেখে গেলাম গোলাপ রঙের সামান্য কষ্ট
ভালোবাসার যে, তাকে কিছু কষ্টও দিতে হয়.
নিবিড় ভালোবাসার সাথে, গোলাপ রঙের সামান্য কষ্ট
কাঁচের ছোট্ট বোতলে রেখে দিয়েছি।
সখ হলে বোতলের ছিপিটা একটু খুলে রেখো
গোলাপ রঙের কষ্টে
তোমার শ্বেত বা সোনালী বর্ণের শরীর কখনও
নীল হবে না। গোলাপ রঙের আভা মাখাকে তোমাকে।
বরং নীল, খুব কঠিন নীল কষ্টের রূপ
আমাকে নীলের সমুদ্র বানিয়েছে;
তোমাকে পাওয়া হবে না আর
তোমার এমন একটি সু-ষ্পষ্ট সংকেত বিদ্ধ করেছে বেশ।
বিশ্বাস রেখো- অনন্ত কালের আমার মাধুরীময়ি,
আমার কোমলতার অংকুরী-
জানা ছিল না বিন্দু মাত্রও
কেন অতি গভীর ভাবে তোমাকে পেতে চেয়েছিলাম!
তাই তো নীলের সমুদ্র আজ আমি; আর-
বিনিময়ে রেখে গেলাম গোলাপি রঙের কিছু কষ্ট
ছোট্ট শিশিতে করে শুধু স্বাক্ষী হিসাবে।।
বিশ্বাস রেখো-
জানা ছিল না একটুকুও
কেন একদিন নীল সমুদ্র বিষ হবো আমি।।
তারিখঃ অক্টোবর ০৮, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,