” আপাততঃ মনে হচ্ছে সেই জামানা এসে গেল যেখানে ৫ বা ১০ বছর পরে এদেশের শুধু কয়েক জন শুধু মানুষ কান্না কাটি করবে আর বাকিরা করবে উল্লাস ! তত দিন মাত্র অপেক্ষার পালা।”
ভোট কেন্দ্র স্বাভাবিক থাকলেও ভোট বুথের ভিতরের চিত্র ছিল ভিন্ন রকমের যা কখনও চিন্তা করা যায় না- অন্ততঃ আমার পক্ষ্যে।
আমার ভোট কেন্দ্র ছিল ঢাকা সিটি কলেজ (যে কেন্দ্রে এই দেশের প্রধানমন্ত্রী ভোটাধিকার প্রয়োগ করেছিলেন সকাল আটটায়) আমি কেন্দ্রে গিয়েছিলাম দুপুর বারোটার দিকে। বুথে ব্যালট পেপার স্বাক্ষর দিয়ে হাতে নেওয়া মাত্র বিশেষ একটি রাজনৈতিক দলের একজন আমাকে তাদের নিজেদের দলের লোক উল্ল্যেখ করে বিশেষ মার্কায় সিল মারতে বললেন, বলতে বলতে তিনিও আমার সাথে বুথের গোপন কক্ষে প্রবেশ করাতে আমি প্রতাবাদ করলাম, তিনি সরে গেলেন। পছন্দের মার্কায় সিল দিয়ে ব্যালট পেপার ভাঁজ করে ব্যালট বাক্সে ঢুকানোর আগে তিনি ছুটে এসে বললেন ভাঁজ করা ঠিক হয় নি বলে আমার হাত থেকে নেওয়ার আগেই আমি আমার ভাঁজ করা ব্যালট পেপারটি দৃঢ়তার সাথে ব্যালট বাক্সে ফেলে দেই বা ভোট নিশ্চিত করি।
এই বিষয়ে আমার মতামত শুধু আমার কাছে- কারো কাছে থেকে কোন মতামত প্রত্যাশা করি না তাই বলেছি ” মনে হচ্ছে সেই জামানা এসে গেল যেখানে ৫ বা ১০ বছর পরে এদেশের শুধু কয়েক জন শুধু মানুষ কান্না কাটি করবে আর বাকিরা করবে উল্লাস ! তত দিন শুধু মাত্র অপেক্ষার পালা।”
যতটুকু বুঝি সাধারণ মানুষের জীবনে ট্রাজিডি খুব কম থাকে, নির্মম ট্রাজিডি আসে নায়ক-নায়িকাদের জীবনে।
তারিখ: ডিসেম্বর ৩০, ২০১৮
রেটিং করুনঃ ,