কোন কোন অপেক্ষার শেষ থাকে, আবার –
কোন কোন অপেক্ষার শেষ থাকে না
আমার অপেক্ষায় থাকা বা না থাকার নির্ণায়ক তুমি
আমাকে নিয়ে যেতে পারো ধূ ধূ তপ্ত মরুর মাঝে খোলা তাঁবুতে
নির্ধারণ করে দিতে পারো ওখানেই চির দিনের আবাস।
আবার নিয়ে যেতে পারো যে রাতে ঘর আলো করা পরী নামে,
পূর্ণিমার আলোর মত নরম হাত ধরে চির দিনের আবাসে।
তারিখ: জুন ২২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,