বড় একটা ব্যার্থ দিন কেটে গেল
সাথে অনেকগুলি কষ্টের সময়
অসহায়ত্ব আর অপেক্ষার প্রহর।
কেটেছে খুব নিঃরবে, খুব যত্নে নিজের কাছে-
একান্ত ভাবনার মত।
একটি সজীব দিন, খুব তরতাজা
নিঃমিষে হলো শুকানো দিন
বিবর্ণে, ঘোলাটে, বৃদ্ধার গুটিয়ে যাওয়া
হাতের চামড়ার মত।
মাটি ফেঁটে চৌচির বিস্তৃণ মাঠ
যেন পুড়ে যাওয়া ফসলের ক্ষেত।
পাখিরা থেমে আছে আজ আকাশে উড়বে না বলে
ঝর্ণার স্রোতে নেই প্রাণ, নেই উচ্ছাস।
বাগানে সব ঝরা ফুল।
গরমিল হয়েছে কোথাও
তাই তো এলোমেলো কথাগুলি।
গরমিলেরও একটি কারণ থাকে,
কারণটা সকাল থেকেই জানা
বিকাল সন্ধ্যা অবধি দেখা হলো না একটুকুও।
সেই প্রিয় মানুষটির সাথে, মিশে থাকা হৃদয়ের সাথে।
অথচ এই ভূবনের সব কিছু ঠিকঠাক মত
নিয়ম মত চলতে পারতো!
তারিখঃ জানুয়ারী ২৭, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,