পূর্ণিমার আলোতে গভীর রাতে পৃথিবী যেমন থাকে রূপে নিঃচুপ
তারচেয়েও তুমি নরম আলোকিত ঝলমল আরো অধিক তোমার রূপ
পল্লবে পল্লবে ঘেরা শান্ত দিঘির ঢেউয়ে ঢেউয়ে যে প্রাণের খেলা
তারচেয়েও তুমি আরও অধিক শান্ত শেষ প্রহরের প্রিয় বেলা।
হালকা ডানায় আকাশ জুড়ে মেঘের ফাঁকে ফাঁকে চিলের যে চলাচল
তারচেয়েও আরও সু-উচ্চে চলা নির্ভীক ঈগলের মত তুমি অবিকল।
যে রাতে নারী পরী হয়ে আসে নরম হাতের প্রথম পরশ নিয়ে
তারচেয়েও তুমি অধিক নরম আলোর প্রভা দাও অন্তরে জ্বালিয়ে।
সন্ধ্যা রাতে জোনাকরা যেমন আপন মনে সাজায় রাতের বাগান
তারচেয়েও তুমি আরও অধিক সাজে সাজাও তোমার দেহ উদ্যান।
ঝর্ণা ধারা নামে যেমন পাহাড়ের কোল থেকে চাঞ্চলাতায় আর উচ্ছাসে
তারচেয়েও তুমি আরও প্রাণবন্ত সুখের মালা গাঁথো প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে।
বাগিচায় বাগানে ফুল ফুটে সৌন্দর্য শোভা যেমন বিলায় অবিরাম
তারচেয়েও আরও অধিক তোমার সৌন্দর্য হীরকে খঁচিত লেখা দাম।
ফলে ফলে উৎসবে পূর্ণ হয়ে গাছে গাছে যেমন পরিপূর্ণতায় ভরপুর
তারচেয়ে স্বর্ণ বর্ণে আরও শোভীত তোমার দেহ গড়ন যেন আলোকিত দুপুর।
শান্ত নদীতে, সবুজের মাঠে, ধানের ক্ষেতে মায়া দিয়ে যেমন থাকে ঘেরা
তাদের চেয়েও আরও তুমি মায়াবী সকল রূপের সৌন্দর্যের তুমি সেরা।।
জগতে সব কিছু আছে শুধু কারো সাথে তোমার তুলনা নাই
সেই তোমাতে সেই হৃদয়ে আমি নিভৃতে একান্তে চেয়েছি ঠাঁই।।
তারিখঃ আগষ্ট ১৩, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,