অপরূপে সাজানো তুমি সকল সময় বেলায়
কে তোমাকে সাজাবে আর রূপের মেলায়!
বাগানের ফুল! ফুলের পাপড়ি! নাকি কাঁকন চুঁড়ি!
সমুদ্র তলে মণি-মুক্তা নাকি অপরূপ সব পাথর নুড়ি!
বাহারি রঙের সাজ সজ্জ্বা কপালে টিপ নাকে লোলক
কারুকাজে বাঁধানো খোপা,মুক্তা খচিত হাড়ের আলোক
কার আছে সাধ্য তোমাকে নতুন করে সাজাবার!
সেজে আছো তুমি অবাক করা শুধু চোখ জুড়াবার।
সাজানোর যত সমাহার সবই ম্লান তোমার রূপে অপরূপে
আমি দেখি সারা জগৎ দেখে তোমাকে অতি চুপে চুপে।
বিশ্ময়ের যত শত রূপের সমাহার নিয়ে নিজেকে সাজায়ে
যত রূপের ঝঙ্কার নিয়ে তুমি চলেছো আমার হৃদয়ে বাজায়ে!
তারিখঃ নভেম্বর ০৫, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,