চলার পথে পথে নানান কথা – পর্ব ১২ – বারো
চলার পথের একজন লেখক হয়ে যদি কোথাও লিখে ফেলি বা বলি “নিজেকে ছাড়া অন্যকে কখনও ভালো উপদেশ না দেওয়া ” তখন উদ্ধৃত বাক্যটি মনে হয় একটি অর্থহীন বাক্য।
বাস্তবতার নিরিখে কথাটি বেশ সত্য বটে।
বড় উপদেশ হচ্ছে – নিজেকে ছাড়া অন্যকে কখনও ভালো উপদেশ না দেওয়া।।
যদিও নিজের দেওয়া উপদেশ নিজে মেনে চলে না প্রথমতঃ
এর ব্যাখায় বলা যায় যিনি উপদেশ মেনে চললেন তিনি কোন ঝুঁকি ঝামেলা ছাড়া একটি সহজ সরল সাফল্য জীবন যান করে গেলেন।এমন যাত্রায় একটি সমাজ বা জাতি কখনও কোন কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সামর্থ পায় না, এবং ধীরে ধীরে একটি দূর্বল কাঠামোর দিকে ঝুকে পড়ে, মাথা উঁচু করে দাড়ানোর শক্তি হারিয়ে ফেলে।
উপদেশ না পেলে জীবন যাত্রায় নানান ডিগবাজি খেয়ে, নানান চড়ুই উৎরাই পার হয়ে নিজে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সামর্থ পায় ও শক্তিশালি হিসাবে নিজেকে জাহির করতে পারে।
তারিখ নভেম্বর ২৪, ২০১৮
রেটিং করুনঃ ,