লিখতে এসে হঠাৎ মনে হলো কত দিনেই না পার হয়ে গেল, কত বছর ! তখন কি অবসর ছিল না ! তা হলে নিয়মিত লিখি নি কেন ! নানান প্রশ্ন মনে ! আগের থেকে যেমন বয়স বেড়েছে, আয়ুর খাতায় সীমানার আয়োতন কমে এসেছে, এ বেলায় এসে লেখা শুরু করা !! তবে শুরুর কোন সময় নেই, জীবনের কর্ম ব্যস্ততা যে কোন সময় থেকে শুরু হতে পারে। জীবনের ভালো কিছু বা মন্দ কিছু যে কোন সময় থেকে শুরু হতে পারে কোন বাঁধা ধারা নিয়ম নেই।
তবে আরও আগে থেকে শত কাজের মাঝে শত ব্যস্ততার মাঝে লেখার মধ্যে যুক্ত থাকা উচিত ছিল যদিও অবশেষে হয় তো লেখার অর্থ বা প্রাপ্তি শূণ্যতে এসে মিশে যেতো ! তাই বলে মনের যে ভাবনা তা মনে পুষে কি লাভ ! আমরা তো নানা কথা বলে যাই, সবাই যেখানে নিজের কথা আর নিজেকে নিয়ে ব্যস্ত সেখানে কে কার কথা মনে রাখে !
তাই আমার ভাবনার কথা কেউ শুনল আর কেউ মনে না রাখল এ সব না ভেবে নিজের মনে নিজেই লিখে যাওয়া উচিত, নিজের মনের আনন্দে। আজ বার বারই মনে হয় নিয়মিত লিখে যাওয়া উচিত ছিল, তা মান সন্মত লেখা হোক আর না হোক ! নিজেই নিজের লেখার পাঠক হতে পারাটাই বড় কথা। নিজের লেখার পাঠক হওয়ার সাথে সাথে বড় লেখকদের পাঠক হওয়াটাই বড় অর্জন।
তারিখ: মার্চ ১৪, ২০১৫
রেটিং করুনঃ ,