আসলেই একটি নিখোঁজ বিজ্ঞপ্তী দেওয়া খুব জরুরী, কারণ প্রিয় মানুষদের এই প্রাঙ্গণে (লিখালিখি) দেখি না বহু যুগ ধরে। ঐ যে আমাদের থার্ড চক্ষুওয়ালা ভাই, প্রাণ-খুলে হাসি-খুশিতে রাখেন আমাদের প্রিয় দীলখুশ ভাই, বহু যুগ ধরে দেখি না, মূল্যবান সব লেখা নিয়ে আসতেন আমাদের সেই মালেক ভাইকে।
সেই সাথে নেই মিতা ভাই, আলভী ভাই, সাজিয়া আফরিন আপা তিনি হয় তো বড় দিনের নানা উৎসব নিয়ে মহা ব্যস্তু, অরুনীমা দিদি, নূরে আলম সিদ্দিকা ভাই, ড. ওয়ান এইটি ভাই, সবুজ ইসমাইল ভাই এমনি আরও অনেকে আছেন নিখোঁজের তালিকায়।
প্রত্যাশা রইলো সবাই এসে লেখালিখি করে নিখোঁজ বিজ্ঞপ্তীর তালিকা থেকে নিজ নিজ নাম কাটিয়ে বা মুছে নিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শীতের শুভেচ্ছা।
তারিখ: ডিসেম্বর ১৭, ২০১৭
রেটিং করুনঃ ,
সুন্দর আহবান—- :rose: :rose: :rose: :rose:
নিখোজদের জন্য। :present: :present: :present: :present: :present:
এই ভাবে আমরা যেন সকলেই একই সাথে সব সময় চলতে পারি আর সেখানেই আনন্দ। কেউ যেন বেশি দিন আড়ালে না থাকি।
সত্যই সবাই মিস করছি, আবার আমরা আগের হইচৈ এ মাতি।
আসলেই আমরা যেন আমাদের সেই পুরানা দিনের মত সবাই মিলে হৈ চৈ করে লিখালিখি এর প্রাঙ্গণে সময় কাটাতে পারি।
মাইকিং করা দরকার।
না না ……….
প্রামানিক ভাই, যারা চলে আসার তারা প্রাণের টানে চলে আসবে।
আমিতো নিজেই ধরা দিয়েছি গো
আমি হারিয়ে যাওয়া পাখি,
নয়নে দেখেছি তব নূতন আকাশ
হৃদয় উড়িতে চায় হোথায় একাকী।
অসাধারণ চরণ লাইনগুলি ! অসাধারণ
অনেক অনেক শুভেচ্ছা জানবেন নূরু ভাই।
আমিও কিছুটা নিখোজেরই মতো :-)
হয়তো সাময়িক ব্যস্ততার কারণে,
কামাল ভাই আপনি লেখালেখটি ও ভ্রমন জগতের একজন উজ্বল নক্ষত্রের মত সেই সাথি আমি এবং আমরা সহ অনেকেই।
আপনাদের আড্ডায় থাকতে পারবো না বলে দুঃখিত রব্বানী ভাই।
আমাদের আড্ডায় স্ব-শরীরে থাকতে না পারলেও আমাদের আলোচনায় ও অন্তর মনে থাকবেন অবশ্যই।
অনেক অনেক ধন্যবাদ রব্বানী ভাই, আমি নিখোজ হয়েছি জেনে হাজিরা দিয়ে গেলাম সবাই ভালো থাকবেন।