দীর্ঘ দিনের একটি অভিযান শেষ করে
যেমন মহাকাশে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপনের মত প্রজেক্ট
জলবায়ু পরিবর্তনের মত বিশাল সেমিনার শেষে
খুব নিঃরবে চলে গেল সে,
আমার খুব সামনে দিয়ে
আশা ছিল অন্ততঃ একবার পিছনে ফিরে তাকাবে
একবার ছল করে হলেও।
কতটা পাথর হলে মন, পিছনের ফিরে দেখা বিলীন হয় !
বিলুপ্ত প্রজাতির মত।
কম্পিত সিদ্ধানের কাছে পরাজিত হয় !
যে ভাবে টিভি চ্যালেন পাল্টিয়ে ভালোবাসাকে
পাল্টিয়ে নিয়ে তার খুব নিঃরবে চলে যাওয়া
যেখানে সমুদ্র ঢেউয়ে অবিরত নতুন ভালোবাসা ফেনা তুলে চলেছে
পাখির কলরবে, খোলা আলোতে
নতুন স্বপ্ন বুননে, তার চলে যাওয়াটার কারণ, যদিও নিশ্চিত না।
নিশ্চয়তা দিয়ে ভালোবাসার বুনন হয় না – কোন খেয়ালী মনে কথাটি বলেছিল সে।
আরও যোগ করে বলেছিল অনিশ্চয়তা ভালোবাসার বুননে খুব উজ্বল।
তার খুব নিঃরবে চলে যাওয়ার পিছনে মন বিলিয়ে দেওয়া,
হাফিজের সমরখন্দ বুখারা বিলানো,
তাজ-মহল গড়ার প্রকৌশল বিদ্যা, দামী পাথর সংগ্রহ,
কিম্বা ব্রিটিশ সিংহাসন ত্যাগ করার মত ধারণা কাজ করে নি।
সময় প্রবাহে ভর করে আর একজনের সাথে
চলে গেল সে – এটি খুব ষ্পষ্ট
যতটা দিয়েছি, নিয়েছে তার চেয়ে বরং অনেক বেশি
করেছে ক্ষত হৃদয় বৃত্ত, প্রিয় জন কারণেই চলে যায়, তাই
তার খুব নিঃরবে চলে যাওয়া, অকারণে কেউ কখনও কোথাও যায় না।।
তারিখ: জুন ১৯, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,