নারীর সৌন্দর্যের মূল্য আছে যা পুরুষের উপলব্ধি বা আবিষ্কার, কিন্তু অর্থ ব্যয়ে ইমারতের সৌন্দর্য বর্ধনে অর্থনৈকিত ভাবে লোকসানী। একটি ইমারত তৈরী করে যত অল্প মূলধনে যত বেশি আয় করা যায় – এই চিন্তাটাই বুদ্ধিমানের।
নারীর সৌন্দর্য দ্রুত ফুরিয়ে যায় এই কারণে অনেক পুরুষ সেই নারীর সৌন্দর্যের মূল্য দেওয়ার জন্য প্রতিযোগীতায় নামে আর এই কারণে সেই নারীর মূল্য দ্রুত বৃদ্ধি পেতে থাকে কথাটা তখনই খাঁটে যখন নারীকে শুধু সৌন্দর্য দিয়ে বিবেচনা করা হয়।
এমন অনেক পুরুষ আছেন যারা শুধু নারীর সৌন্দর্যের উপরে আর কিছু দেখে নাই কিন্তু তারাই বরং নারীর বড় সঙ্গ পান নাই বা নারীর অনেক দিক ভেবে দেখা হয় নাই।
অনেক পুরুষ আছেন যারা নারীর সৌন্দর্য আহরণে অনেক কিছু বিলিয়ে দেয় পুরুষের এই দূর্বল দিকটি খুব প্রকট ভাবে দেখা দেয় নানা ভাবে নানা স্তরে। নারীর সৌন্দর্য বিচারে বেশি ভাগ পুরুষেই অবিচারকের ভূমিকায় চলে যায়, প্রাচীন কালের অনেক কিছুর পরিবর্তন হলেও এই বিষয়টিতে পুরুষ তেমন পরিবর্তিত হতে পারে নাই বড় জোড় বিবাদের কৌশলটায় পরিবর্তন এসেছে কিন্তু মূল বিষয়টি অপরিবর্তিত, পক্ষ্যপাতিত্ব, অবশেষে বিবাদ, সংঘর্ষ।
অসমাপ্ত ( তারিখঃ অক্টোবর ০৮, ২০১৮ )
রেটিং করুনঃ ,