পৃথিবীতে যারা মেয়ে সেখানে সব মেয়ে হয়ে জন্মালেও, অনেকে মেয়ে হয়ে জন্মায় না। একটি চুলের কারণে, খিলখিল হাসির কারণে, চোখের একটি চকিত চাহনীর কারণে একজন ছেলে বা পুরুষের মনের অনেক গভীরে প্রবেশের দুয়ারের খোঁজ পায়। তখন থেকে একে অপরের হৃদয়ের গভীরে চলাচল শুরু হয়।
এই চলাচলের মাঝে একজন নারী একজন পুরুষের সামনে এসে দাড়ায় কখনও পরী হয়ে, দেবী হিসাবে, বিশ্ময়ের বিশ্ময় হয়ে। পুরুষ ভালোলাগার তীব্র আর্কষনের কারণ খুঁজে, থেকে যায় অজানা, রহস্য আর ভেদ হয় না। খনিক কালের জন্য হলেও একজন মেয়ে বা একজন নারী একজন পুরুষের জন্য জন্মায়, একজন মেয়ে হয়ে জন্মায় তার নিজস্ব সত্তায় যেখানে সে নিজেকে নিজের মত করে আকার দেয় অনুভূতির যোগান দেয়, মায়া ছড়ায়, অদৃশ্য বন্ধন রচনা করে। পুরুষ অন্ধ হয়, একজন নারীকে দেখার শুধু ক্ষমতা পায়। এই নারীটি কেবলি নারী। জগতের বাকি আর সব নারীর মত সে নয়।।
তারিখঃ জুন ১১, ২০১৯ (শ)
কথা গুচ্ছঃ চোখের আড়ালে।
রেটিং করুনঃ ,