দেখাটি কি ভুল ছিল নাকি জানাটা তোমাকে!
যা হয়েছি সাবলিল ভাবে কোন এক সময়ের বাঁকে,
এইটুকু বুঝিছি ঘড়ির কাঁটার হিসাবে বা পঞ্জিকার-
পাতায় পাতায় কাহিনী কথা ইতিহাস সেই কবেকার।
সময় দিল না মুক্তি এক বিন্দুও তোমাকে ভুলিবার
কে কি ভাবে দিয়েছে তোমাকে একক ভাবার অধিকার!
ভাবিবার মত এই পৃথিবী পৃষ্ঠে আর নাই কোন নারী
এইটুকু ভালো করে জেনেছি যে ভাবে জমিতে হয় নামজারি।
নামজারির মত হৃদয় জমিতে আজ তোমার শক্ত দখল
কোন আইনে কোন ধারায় সেই জমি হয় বেদখল!
তোমাকে দেখাতে জানাতে কোন ভুল ছিল না, নাই-
সময় স্রোতে তাই প্রতি ক্ষণে একান্তে তোমাকে পাই।
পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা স্রোতের সাথে
নিজ খেয়ালে জোনাক সাজে জোনাকি রাতে
পানিতে ঝাপটা দিয়ে চিলের উড়ে চলা মুক্ত আকাশে
মেঘেরা যেমন দল বেঁধে ভেসে ভেসে চলে উদার বাতাসে
ঠিক তেমন করে তোমাকে দেখা তোমাকে জানা অনন্ত কালে
যে কারণে পৃথিবী আজও সজীব, প্রফুল্ল চিরন্তন যে ছন্দ তালে।।
তারিখঃ আগষ্ট ২৭, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,