তোমার চাঞ্চল্যতার ভীড়ে
নান্দনিক চলায়, খেয়ালিপনায়
মিশে থাকার ইচ্ছা, অন্তকাল।
ঢেউ খেলানো তোমার অরণ্য চুলের ছন্দ তাল থামাতে
আটকে থাকে নানান রকম ক্লিপ
স্বচ্ছ রাতের আকাশে চাঁদ ভাসায় তোমার কপালের টিপ।
বর্ণিল ঝুমকা দুলের কারুকাজ তোমার কানে যেমন থাকে ঝুলে,
তোমার ছন্দময়তা হাঁটায় ভুবন যেমন উঠে মৃদু মৃদু দুলে।
তেমন করে মিশে থাকতে চাই তোমার হৃদয় নদীর কূলে ।
তোমার স্বর্ণ বর্ণ হাতে ননান রঙের কাঁচের চুড়ির
রূপ ছড়ানো যে খেলা রূপ পুরির
সেই রূপের সাথে মিহি শব্দের মেলা
রূপ ছড়ানোর খেলা সকাল সন্ধ্যা বেলা,
মিশে থাকতে চাই সেই কাঁচের চুড়ির বাঁধনে
যে ভাবে প্রিয়রা থাকে হৃদয়ের মধ্য খানে।
প্রতি নিশ্বাসের যাওয়ার আসার মাঝে
রাজ কণ্যা সাজে।
শরীরের সুগন্ধিতে মিশে
সন্মানে কুর্ণিশে
ভক্তের যেমন মাথা হয় নত
আমি মিশে থাকতে চাই তোমার সর্বাঙ্গে সেই ভক্ত প্রমিকের মত।
তোমার হৃদয় দুয়ার খোলা রেখ
নান্দনিক চলায়, খেয়ালিপনায়
আসব আমি তোমার হৃদয় সীমানায়।।
তারিখ: নভেম্বর ২১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,