মনে লাগাও রঙ যখন বিষন্নতা জড়ায়ে রাখে,
বিষন্নতা সে কুচুরি পানার মত কেবলি বাড়ে
দখল করে মনের হাওড় বাওড় যত নদী খাল বিল,
আঁধার নামায়ে দূর করে মনের শেষ আলো ঝিলমিল।
মন করে ফাঁকা, খালি করে সব স্বপ্ন আশার ডালা,
স্বাক্ষী রাখে ঝরা পাতাকে, ফেলে দেওয়া পুষ্প মালা।
কি বা কাজ ! কি বা লক্ষ্য কি বা জীবনের অর্থ!
ভাবার সময় দেয় না সে বিষন্নতায় ডুবে থাকা শর্ত।
নানান কথা যদি রটে ঘরে, সমাজে কিম্বা পাড়ায়
বিষন্নতায় তেল ঢেলে যদি আরো বিষন্নতা বাড়ায়
নিজেকে দেখ, পরখ কর, দেখো কত সম্ভবনার আলো!
মন রাঙিয়ে নানান বর্ণে নিজের মনে আলো জ্বালো
দিন যদি, মন যদি, স্বপ্ন যদি, লক্ষ্য যদি নানান রঙে রঙিন
তাই করে যাও; যদি করে যেতে হয় নানান রকম ঋণ।
তারিখঃ অক্টোবর ২৮, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,