আবহাওয়া পরিবর্তনে ঠান্ডা জনিত কারণে বেশ ফ্যাকশে মনে হচ্ছে নিজেকে। এমন তো থাকা যায় না, কথা বলি তবে, গল্প বলি।
পুরানা আমলের একটি ফ্লাট বাড়ি, দাড়ায়ান থাকে না, ভাড়াও কম, এমন একটি বাড়িতে হাসনা বেগমের সংসার। আর এই সব বাড়ি গুলি ভিখারিদের বেশ পছন্দের, ভিক্ষা করে বেশ আরাম বোধ করে, মেজাজও বেশ ফুরে ফুরে থাকে। ভিক্ষা বৃত্তিতে বেশ বাক পটু কথা মিয়া সকাল দশটার দিকে ফুরে ফুরে মেজাজে পুরানা ঢাকার পাতলা খান রোডের একটি পাঁচ তালা ফ্লাট বাড়ির পাঁচ তালায় উঠে পড়েছে।
দরজার কড়া নাড়ছে আর বলেছে – আম্মা গো দশ টাকার একটা নয়া নোট ভিক্ষা দাও গো মা !! আম্মা !!
গৃহ-কর্তি হাসনা বেগম দরজা না খুলে বলল – নাই নাই, দশ টাকা নাই যাও যাও !!
– দশ টাকা না থাকলে ডিম ভাজি দিয়ে এক থালা গরম ভাত দাও গো মা !! আম্মা !!
– নাই নাই, ভাত নাই, যাও যাও !!
– গরম ভাত না থাকলে এক থালা বাসি ভাত দাও গো মা !! আম্মা !!
– নাই নাই – বাসি ভাত নাই নাই , যাও যাও !!
– বাসি ভাত না থাকলে শীতের কিছু জামা কাপড় দাও গো মা !! আম্মা !!
– নাই নাই – বাসায় কোন জামা কাপড় নাই, যাও যাও !!
– জামা কাপড় না থাকলে একটা কম্বল দাও গো মা !! আম্মা !!
– নাই নাই – বাসায় কোন কম্বল নাই ,যাও যাও !!
– কম্বল না থাকলে থালা বাটি দাও গো মা !! আম্মা !!
– নাই নাই – বাসায় কোন থালা বাটি নাই, যাও যাও !!
ঝানু আর বাক পটু ভিখারি কথা মিয়া এবার রেগে আগুন – যে সংসারে টাকা নাই ! খাবার নাই ! জামা কাপড় নাই! থালা বাটি নাই !! সে সংসার করার তোমার কোন দরকার নাই, আহো তুমি আমার লগে আহো………..।
নোট সংগ্রহিত ও পরির্তিতি
তারিখ: নভেম্বর ১৬, ২০১২
রেটিং করুনঃ ,