এই করোনা কালে চলমান বা এতো দিন যে ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলি চলছিল সেইগুলির মধ্য থেকে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বসে যাবে, তাদের আর ঘুরে দাঁড়ানো হবে বলে মনে হয় না। যারা চাকুরী হারিয়েছে বা হারিয়ে ফেলবে দুই তিন মাসের মধ্যে তারা আর নতুন করে চারুরী পাবে বলে মনে হয় না।
একই ভাবে যাদের নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ার কথাছিল, নতুন চাকুরী পাওয়ার কথা ছিল তারা আর চাকুরী পাবে বলে মনে হয় না।
তারপরও আশার কথা অনেক সম্ভবনাময় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও চাকুরীর বাজার তেজী হতে পারে ভিন্ন ধারায়, সামাজিক ধারায়, বিজ্ঞানের ধারায়।
হতাশায় নিমোজ্জিত না থেকে নিজেকে তৈরী করে নিতে হবে করোনা মুক্ত নতুন পরিবেশের সাথে যেখানে টিকে থাকাই বড় লক্ষ্য।।
তারিখ: এপ্রিল ২৯, ২০২০
রেটিং করুনঃ ,