করোনা সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে।
এদিকে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়েছে। দুই সপ্তাহ পর করোনা সংক্রমণের পরিস্থিতি বুঝে আবার নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা নেবে। নির্দেশনার পর আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যায়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এসব পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর ( সেপ্টম্বর ২১) শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ জানুয়ারী ২১, ২০২২
বিশ্বে দৈনিক গড়ে করোনা শনাক্ত ৩০ লাখের বেশি
লেখা: এএফপি জেনেভা।
অতিসংক্রামক ধরন অমিক্রনের দাপটে বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা মহামারি। এর মধ্যে এক দিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখল বিশ্ব। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৩০ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। এদিকে দুই বছর গড়ানোর পরও করোনা মহামারি শিগগিরই শেষ হচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আজ বৃহস্পতিবার প্রকাশিত এএফপির হিসাব বলছে, ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বিশ্বে এক সপ্তাহে প্রতিদিন গড়ে ৩০ লাখ ৯৫ হাজার ৯৭১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা ১৭ শতাংশ বেশি।
মহামারি শিগগির শেষ হচ্ছে না: ডব্লিউএইচও
দুই বছর গড়ালেও করোনা মহামারি শিগগিরই শেষ হচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানান।
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন নিয়েও কথা বলেছেন গেব্রেয়াসুস। তিনি বলেন, অমিক্রনে হয়তো গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা কম; কিন্তু এ ধরনের সংক্রমণ মৃদু—এমন তথ্য বিভ্রান্তিকর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান যখন এই সতর্কবার্তা দিচ্ছেন, তখন ইউরোপে ব্যাপকভাবে করোনার সংক্রমণ বাড়ছে। গতকাল ফ্রান্সে সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৫ লাখ। আর বুধবার সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৬ হাজার। জার্মানিতে গত বুধবার সংক্রমণ ছিল ৯৫ হাজার। গতকাল সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ২১ হাজারের বেশি। জার্মান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ৭০ শতাংশই অমিক্রনে আক্রান্ত।
এ ছাড়া ইউরোপের অন্য দেশগুলোতেও বাড়ছে সংক্রমণ। এএফপির হিসাব অনুসারে, গত এক সপ্তাহে ইউরোপের দেশগুলোয় সংক্রমণ শনাক্ত হয়েছে ৫০ লাখ। ইউরোপের পরিস্থিতি তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবাতায় বলা হচ্ছে, আগামী মার্চ নাগাদ ইউরোপে বসবাসরত ব্যক্তিদের অর্ধেক অমিক্রনে আক্রান্ত হতে পারেন। এই মহাদেশের হাসপাতালগুলোও তখন ভর্তি থাকতে পারে রোগীতে।
সূত্রঃ প্রথম আলো।
তারিখঃ জানুয়ারী ২০, ২০২২
রেটিং করুনঃ ,