দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গড়ে উঠেছে প্রকৃতির অপূর্ব দান নয়ন জুড়ানো চা বাগান, যেখানে একদিন ছিল অনুর্বর জমি চাষাবাদ বলতে কিছুই হতো না, সেখানে আজ সবুজে সবুজের সমারহ। এখানে গড়ে উঠা চা বাগানগুলি দেশের শেষ প্রান্ত তেঁতুলিয়ায় অবিস্থিত। পঞ্চগড় জেলায়অনেকগুলি চা বাগান গড়ে উঠেছে তারমধ্যে উল্ল্যেখযোগ হলো
আগা টি এস্টেট, তেঁতুলিয়া, পঞ্চগড়।· করতোয়া চা বাগান, জগদল সাতমেরা, পঞ্চগড়।· কাজী এন্ড কাজী চা বাগান, প্রযত্নে খালেক কোচ কাউন্টার, পঞ্চগড়।· গ্রীন কেয়ার চা বাগান, বুড়াবুড়ি, পঞ্চগড়।· ডাহুক চা বাগান, বুড়াবুড়ি, পঞ্চগড়।· এ ছাড়াও স্মল হোল্ডিং এবং স্মল গোয়ার্স এর আওতায় বিভিন্ন ব্যক্তি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে শুরু হয়েছে ব্যাপক চা চাষ।
কাজী এন্ড কাজী চা বাগানের কিছু ছবি তুলে ধরা হলো।
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
ভ্রমণের তারিখঃ ২৪ শে আগষ্ট ২০১৮
রেটিং করুনঃ ,