কি করে ভাবি বলো তোমাকে ছাড়া দূরে আছি
কিছুটা যদি কাছে আসি, তবে আসি আরও কাছাকাছি
বাড়ে তাতে তৃষ্ণা দাবানলে মন পুড়ে
কি দাহ, কি দগ্ধ জ্বালা সারা হৃদয় জুড়ে।
তবুও ছল করে কাছে আসি বড় কাছাকাছি হতে
বৃথা যায় অবশেষে ভেসে যাই দূরে তীব্র স্রোতে
বাসনায় যে বিষ, শুষ্কতা, দহন অনুভবে রুক্ষ্য
তীব্র দহনে হৃদয়ে বিদ্ধ করে যে বিষমাখা তীর অতি সূক্ষ্য
সহিতে বৃথা যবে কিছুটা ত্রাণ পেতে দূরে গড়ি বসতি
থাকি দূরে বটে, তবে মন থাকে তোমার নিকট অতি
ভাবনায় অনুরাগে আমার যতটুকু গড়া জগৎ
পুরো সীমানা দখল নিয়ে বন্ধ করে আছো পথ।
বন্দি আমি তাই তোমার বাসনায় মায়া মরিচিকা জালে
তোমাকে যত পেতে চাই তীব্র দহন জ্বালা আছে আড়ালে।
আমার মানসে তুমি যে সুখ সম্ভার ! আমার দেবী রূপ।
সুখ মিশ্রিত যাতনা হৃদয়ে ধারণ করে থাকিব নিশ্চুপ।
জানিবে না কেহ, তুমি যে শ্রেয় যতদিন পৃথিবী মাঝে
সু-উচ্চ আসন রাজে, চির আলোকিত সৌন্দর্য সাজে।।
তারিখ: মে ২১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,