নীল আকাশে উড়ে চলা চিলের ডানায় আমি যে সুখ দেখি,
তেমনি কিছু কিছু সুখের বিন্দু বিন্দু আকার আমার মনের আকাশের ভাসে,
কখনও খন্ড খন্ড দ্রুত ছুটে চলা মেঘের পালে
পেখমের হঠাৎ উড়ে চলায়, গাছের পাতার দোলে,
বৃষ্টি যেমন ঝরে রাতে নব-বধুর টিনের চালে –
শিশুর নরম গালে, ঠোঁটের কোণে মিষ্টি হাসিতে।
এ সকল সুখের অনেক গভীরে বুঝি সবই আমার দুঃখের জমাট কণা
সম্পদে সম্পদে অবশেষে আমার অন্তর-প্রাণের বাসিন্দা ওরা –
দেখা না পাওয়ার প্রবল বাসনায় যা কঠিন হিরক খন্ড একখানি !
গভীর বনের অচেনা বৃক্ষে, পাহাড়ের ঝর্ণা স্রোতে
নদীর ঝিকিমিকি আলোকে আর কতকাল লুকিয়ে থেকে
অবশেষে কবে দিবে দেখা ! ! আহা…. এ সবই কি আশা ! মরিচিকা !!
প্রতিক্ষার শেষ হয়, তবে শুরু হয় প্রতিক্ষা আমার বেলায় –
প্রতি নিয়ত আমার নিত্য দিনের সূচিতে !
তাই ভুলেছি নিত্য কাজ, অবসর, সূর্যের আলোতে সকল চলাচল !
তারিখ: সেপ্টম্বর ০৭, ২০১৪
রেটিং করুনঃ ,