চোখে দেখার চেয়ে অন্তরের দেখাই ছিল অনেক ভালো
দূরে গেলেও অন্তর দিয়ে তোমাকে দেখার পেতাম আলো।
যখন ইচ্ছা তখন পেতাম দেখা হৃদয়ে কম্পনের প্রতি ক্ষণ।
সারা অন্তর জুড়ে অদেখার যাতনায় ঢাকতো না আর মন।
আজ চোখ আছে আশা আছে, আছে স্বচ্ছ প্রিয় বাসনা
কোথায় আছো কেমন আছো জানতে চেয়ে মিলেছে যাতনা।
চোখের দেখায় কেবলি কি জ্বালা দহন ! বৃষ্টি বিহিন দিন !
সকল সময় তোমায় দেখতে চেয়ে হতে চেয়েছি দৃষ্টি বিহিন।
তারিখঃ জুন ০৪, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,