নাই কথা নাই দেখা দূরের বন্ধু আছো দূরে
কি করে কথা বলি ডাক দিলে কোন সুরে।
যত যাদু সুরে ডাকি তবে কি হবে দেখা
বন্ধুর বাঁধন শুধুই কি বাঁধা একলা একা।
তারায় তারায় খঁচিত রাতের আকাশে যে চাঁদ
সেও কি একলা একা যদি কাটে অযুত কোটি রাত !
ধর বন্ধু আমি একা চাঁদ, তুমি রাতের আকাশ
তোমার মাঝে কবে তবে আমার হবে প্রকাশ !
কখনও কি জানিবে না কি আছে অন্তর জুড়ে
জানিবে না কি কেন আমার অন্তর পুড়ে!
বন্ধুর বাঁধনে কেন পড়া বাঁধা সে কোন টানে
খানিক বাসনায় পড়ে থাকা সে যে অন্তর প্রাণে।
কিসের এতো আকুলতা প্রাণে কোন ব্যাকুলতা
একটু শুধু চাই দেখা শুধু একটু ক্ষণের কথা।
বন্ধু তবে সেই ক্ষণ কবে হবে কেবলি চোখে চোখ
সকল আঁধার কেটে চারিদিক কেবলি হবে আলোক।।
তারিখ : সেপ্টম্বর ২২, ২০১৮ (পৌলা)
সংযুক্তি :
” নাই কথা, নাই দেখা, দূরের বন্ধু আছো দূরে-
কি করে কথা বলি, ডাক দেই কোন সুরে !
তাই যে আপন অধিকতর সারা অন্তর জুড়ে
দেখিব না, পুড়িব না, কাঁদিব না করুণ সুরে।। ”
রেটিং করুনঃ ,