আমি ভাবি শতবার সে শুধু ভেবেছিল একবার
আমি জ্বালাই আলো সে নিভায়ে করে আঁধার।
এমনি ধারায় হয়েছিল শুরু, মন আনচান, বুকে দুরু দুরু
যাত্রা আর থামিল না, শুধু আঁকিলাম তার চোখ আর ভ্রু।
অবশেষে –
অনেক কাব্য কথা সাথে নিয়ে আছে দূর দেশে।
কিছুই যে গেল না থেমে
স্বপ্নের পরে স্বপ্নেরা হৃদয়ে আসলো নেমে।
দূরকে আরও দূর করিও না বন্ধু-বর
দূরকে বেঁধেছি প্রাণে আপন ভাবিয়া ঘর।।
নাই দেখা, নাই কথা, নাই হাতে হাত।
তবুও আছো সাথে আছো, দিন রাত।।
কি তাতে ক্ষতি যদি দেখি অন্তর হৃদয় !
চোখের দেখায় সব, সত্য দেখা নয়।।
তারিখ: জুলাই ২৬, ২০১৯ (স)
রেটিং করুনঃ ,