দূর যে বহু দূরে
যত দুরে তুমি গেছো
তার চেয়ে অধিক দূরে
সে দূর কত দুর !!
আমারই তা শুধু জানা।
পথ চেয়ে থাকি না
আশার ছবি আঁকি না
জগতের নানা কিছু নিয়মে
সবই আছে অজানা।
তবুও পথ যদি ছোট হয়
এ পাড়া ও পাড়া
পুরানো দিনের মত
সব কিছু এক নীড়ে।
হয় তো হবে না ফেরা
হয় তো হবে না দেখা
দূরে যে — , থেকে যাবে বহু দূরে–
গ্রহ তারা মহা-জগতের ভিড়ে।।
তারিখ : এপ্রিল ০৫, ২০১৪
রেটিং করুনঃ ,