যতই তোমার রুক্ষতা থাকুক, দুঃখ ধারা তবুও ভালোবেসো
বেদনাময় বিষন্ন মন নিয়েও উচ্ছ্বতায় প্রাণ-খুলে হেসো।
যদি বা তোমার মুখে করুণা ধারায় বেদনা রেখা যায় এঁকে
তবুও সুখমাখা ভুবনে যাব মিশে তোমায় এক পলক দেখে।
হৃদয়ে যদি জ্বালা আসে তখন হৃদয় দিয়ে আমার গভীরে মেশো।
বেখেয়ালে যদি এলোমেলো অরণ্য চুল কখনো হাওয়া উড়ে
অকারণে মন বিক্ষিপ্ত হয়ে যদি অনল দহনে যায় পুড়ে।
তবুও একটি শান্ত দীঘি হয়ে শীতল স্রোতের ঢৈউ তুলো
বদ্ধ মনে যদি দুঃখ ধারা থাকে তবে হৃদয় দুয়ার খুলো।
অশান্ত মন নিয়ে যদি অবসর কাটে সব ভুলে কাছে চলে এসো।
তারিখঃ জুলাই ২২, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,