তুমি যে আলোকিত দুপুরের আলোর মত আমার হৃদয় মাঝে
আসন নিয়ে বসে আছো তা বুঝেছি আমার মনের নানান সাঝে
হঠাৎ দেখি মনে আমার আনন্দছট্টা, প্রফুল্লতার মেলা
বসেছে যেন রাজ রাজ সাজে বাজে সানাই সারা বেলা
সেই থেকে ভিন্ন আমি একজন জগৎ জয়ি প্রেম জয়ি
কি আলোক জ্বালালে আমার মনে আমার আনন্দময়ি।।
সেই থেকে হারালাম পথ, ভুলে গেলাম কাজ শুধু তোমাকেই দেখি
নানান রঙের সাজ দেখে তোমার অচমকা বলি তুমি একি !
তোমার মনের ষ্পর্ষে আমার জগৎ রাঙিয়েছে চারিদিক
অবাক বিশ্ময়ে তাকিয়ে দেখি তুমি কত যে সত্য কত যে নির্ভিক।
এতো আনন্দ ধারা সজীবতা কোথায় ছিল লুকায়ে এতদিন !
একটু আনন্দ পেতে কত জনের কাছে কত যে করেছি ঋণ !
আজ শ্রাবণের ধারায় ঝর্ণা ধারা মিশে মনে কত আনন্দ বন্যা
কোন খেয়ালে আমার মনে তোমার আনাগোনা! বলতো আনন্দ কণ্যা।।
তোমার ছোঁয়ায় তোমার পরশে বিষন্নতা কেটে সবই আলোকিত
প্রাণ সঁপেছি শান্ত চির সুখের আশায় তাই আমার সব তোমায় নিবেদিত।
আমার নিবেদিতা, আমার অর্পিতা প্রাণ কোথায় স্বর্গ এবার বলো
হাস্যময়ি, সুখময়ি শান্তি ময়ি তোমার সৌন্দর্য হৃদয়ে আমাকে নিয়ে চলো।।
তারিখঃ জুলাই ২২, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,