আমার দুখ বিলাসী – জানি রাখো আড়ালে দুঃখ ঢেকে
তাই তো সৌন্দর্য খচিত রেখাগুলি তোমায় যায় এঁকে,
বিশ্ময়ে অবাকে নিজেকে যে কোথায় জানি অজানায় বেঁধেছি –
তাই একটু খানি সুখের পরশ কেবলি তোমাকে দিতে চেয়েছি।
কিবা তাতে অন্যায়, কিবা তাতে বেখায়ালীপনা উদাস বিলাসীতা
যত দুখ বিলাসী বলি অন্তরে ধারণ করে তুমি যে সেই চির নিবেদিতা।
দুখ বিলাসী আমার – দুঃখের আড়ালে সুখের যে পরশ পাথর
পেয়েছি তার সত্য সন্ধান, পেয়েছি সাথে সুখের অরণ্য সাগর।
সেই খানে ডুবে থাকি প্রলয় স্রোত যত অধিক ঘূর্ণি বেগে
দুখ বিলাসী আমার- মিশে থাকি চিরদিনের সেই সত্য আবেগে।।
তারিখঃ মে ০৪, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,