দুখি জন দুখি জনকে চিনে
জড়ায়ে পড়ে দুখের ঋণে-
সেই পথ ধরে তোমাকে চেনা
কখন যে হৃদয় হয়েছে কেনা
কিছুতেই কিছু হয় নি জানা
বন্ধনহীন নাই কোন মানা।
জীবনের নিয়ম সব ভাঙ্গা
দিনগুলি গভীরতায় রাঙ্গা
খোলা চলার পথ, নিভৃতে
হৃদয় অধির বিলিয়ে দিতে।।
দুখেরে শক্তি মেনে সত্যের দেখা
দুখের পথ ধরে সত্য শেখা।
দুখের মাঝে আবাস গড়ে
আমরা চলেছি পৃথিবীর ‘পরে।
হারানোর যা, তা হারিয়ে যায়-
জীবন পেয়েছি নিবিড় অসীমতায়।
তারিখঃ জুন ১৫, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,