তোমার সকল অনুভূতি আমি জমা রেখে দিতে চাই
আমার হৃদয় আঙ্গিণায়,
কিছুটা যদি হালক হয়ে পাখির পালকের মত
আরও টুন টুন করে উড়তে পারও।
ভিতরে তোমার ছোপ ছোপ দুঃখ বৃক্ষের বিশাল অরণ্য
বাহিরে তোমার পূর্ণিমার চাঁদ রূপ।
দুঃখের অরণ্য কি করে আড়ালে রেখে
আকাশে বিশাল পূর্ণিমার চাঁদ তুমি !
বাহিরে যত শান্ত তুমি, তোমার ভিতরের
ছটপট ভাবটা ধরা পড়ে বেশ।
একটি শান্ত, ইচ্ছা মত একটি নীড় পেলে
যেমন পাখি। হাজার ঝড় বাদলে
সেটাই তার প্রিয়, তোমারও তাই, অথবা
সকলের।
কিন্তু কেউ হতে পারে নি ঠিক তোমার মত !
ভিতরে যাই থাকুক না কেন !
এক সময় আবিষ্কারে সব বেড়িয়ে আসে-
যেমন রক্ত কণিকায় বিষাক্ত জীবাণু,
হত্যা রহস্যের যত জাল।
অথবা খুব সাবলিল ভাবে যেমন, অগ্নি লাভা।
ভিতরে তোমার ছোপ ছোপ দুঃখ বৃক্ষের বিশাল অরণ্য রেখে
বাহিরে পূর্ণিমার চাঁদের মত মুখ, যেখানে খিল খিল
হাসি রাশি রাশি নৃত্য করে।
সৌরভ ছড়ায়, মাধুরীর মেলা, প্রফুল্লতার বন্যা।
অথচ, সবার দেখা পূর্ণিমার চাঁদের মুখ তোমার; শুধু
আমার দেখা দুঃখ বৃক্ষের বিশাল অরণ্য আর-
সেই বৃক্ষের ছায়ায় তোমার মায়ায় বসতি আমার।।।
তারিখ: সেপ্টম্বর ২৪, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,