তোমার দুঃখের মাঝে সুখ খেলা করে
ঘনো বরষার মত নদীর দুই কূল ভরে,
তোমার দুঃখ দেখি ঘনো আঁধার রাতে
নিবিড় সখ্যতায় একান্তে নক্ষত্রদের সাথে,
শিউলি ফুলে তোমার উপমা, যে সব বিলায়ে ঝরে পড়ে।
দুঃখের মাঝে সুখ বিন্দু মুক্তামালা হয়ে
উৎসব মেলা দেখি সবই তোমার জয়ে।
ধন্য বড় অনেক নিবিড়ে তোমাকে দেখতে পেয়ে
হৃদয় গিয়েছে তাই বিজয় উৎসব পতাকায় ছেঁয়ে।
প্রতি ক্ষণ যেন তোমায় দেখতে পাই যতদিন পৃথিবীর ‘পরে।।
তারিখঃ আগষ্ট ২২, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,