পরিকল্পনায় আছে এবার (২০২১) আর হতাশ হবো না গত বছরের মত। সেই সময়টা (২০২০) কেটেছে ভয়ে, নানান চিন্তায় যা বয়ে এনেছিল নিজরের বড় রকমের ক্ষতি। মনবলকে দৃঢ় ও সতেজ রাখব কিন্তু তারপরও করোনার নতুন ঢেউ নিজের মধ্যে আবারো শঙ্কা বাড়িয়ে দিচ্ছে সেই সাথে নানান অনিশ্চতা ! উঁকি দিচ্ছে বিষন্নতার ছায়।
গত বছর করোনার নানান শঙ্কা ভয় নিজের যথেষ্ট ক্ষতি করেছিল, মানসিক ও অর্থিক দিক দিয়ে কিন্তু এবারের প্রত্যয় কোন ভাবে হতাশ হওয়া যাবে না।
যখন প্রায় অনেকে নানান সমস্যায় হতাশায় নিমজ্জিত থাকবে সেই সময় নিজের মনবল সঠিক রেখে সকল ভয় হতাশাকে দূর করে মাথা উঁচু করে সাহসিকতার সাথে এগিয়ে গিয়ে পৌঁছিয়ে যাব লক্ষ্যের দিকে।
এই সময়টিতে সঠিক কাজ, সঠিক নিয়ম পালন করে এগিয়ে যাওয়াটার সুযোগটা হাত ছাড়া করা উচিত হবে না। মনোবলের দিক দিয়ে উচ্ছ্বাসের সাথে থেকে প্রফুল্ল থেকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এর কোন বিকল্প নেই। উন্নতি ঘটাতে হবে অর্থনৈতিক ও স্বাস্থ্যগত দিক দিয়ে।
এপ্রিল ০৫ থেকে দেশ জুড়ে যে লক ডাউন বা মানুষ চলাচলে কড়িকড়ি চলছে রাজধানীতে তা প্রায় ৪০ শতাংশ লক্ষনীয় আর নিজেকে অফিস করতে হচ্ছে আগের নিয়মে তবে নিজ গৃহে কড়াকড়া আরোপ করেছি বেশ।
তারিখ: এপ্রিল ০৬, ২০২১
রেটিং করুনঃ ,