অর্থনীতির উপর খুব সামান্য জ্ঞান, অর্থনীতি জানা হয়েছে খুব কম আর এ বিষয়ে জ্ঞানের পরিমান বেশি হলে আমি বেশ নিশ্চিত যে আমার অর্থ কাঠামো অনেক মজবুত হতো, “হায় হায় … আফসোস, কিছুই হলো না এই জীবনে” এই ধরণের শব্দগুলি মুখ থেকে উচ্চারিত হতো না । তবে ছোট্ট বেলা অর্থনীতি পড়ার সামান্য সুযোগ হয়েছিল, পড়েছিলামও, খাতায় লিখেও ছিলাম কিন্তু পরীক্ষায় প্রাপ্ত নম্বর ছিল সীমা রেখার নিচে।
তবে অর্থনীতির কিছু কিছু কথা এখনও মনে আছে যেমন অর্থনীতিতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে বাজার মূল্যে উৎপাদক বা বিক্রেতা যে পরিমান পন্য বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাই যোগান। যোগানের সাথে চাহিদা ও দাম এই শব্দ দুইটি খুব গুরুত্ব পূর্ণ। যোগান আর দামের সম্পর্ক ধনাত্মক, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে।
মূল কথায় আসি, আমি কবিতা লিখতে পারি না, আমার দাম নেই কোথাও কোন চাহিদাও নেই, সার্ববিক পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছে আজকাল কবিতার দাম খুব বেশি তাই কবিতার যোগানও খুব বেশি, যে দিকে চোখ যায় দেখি কবিতা আর কবিতা, কবিতার সুদ্র দেখে আমারও চোখ জুড়িয়ে যায়।
আমার কবিতা লেখা হয় না, আমার লেখার যোগানও বাড়ে না, আমার লেখার লেখার দামও বাড়ে না। আমার লেখার পাঠকও বাড়ে না। আমার লেখোর আমি নিজেই পাঠক। আমার লেখায় আমি নিজে্ই পড়ি নিজেই মন্তব্য করি। আমার লেখার বড় দর পতন হয়েছে ! সেই সাথে যোগানও কমেছে।
তারিখ: মার্চ ২৯, ২০১৩
রেটিং করুনঃ ,