ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের ৪০টির বেশি শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় সেনাবাহিনী এ কথা জানিয়েছে। রুশ গোলাবর্ষণের ঘটনায় নিহত হয়েছেন ৫ বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও ১২ জন। খবর বিবিসির।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট টাস্কফোর্স ফেসবুকে বলেছে, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের ৪০টির বেশি শহরে গোলাবর্ষণ করেছে দখলদারেরা। এতে ৩৮টি ঘরবাড়ি, স্কুলসহ ৪৭টি বেসামরিক স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। গোলাবর্ষণে ৫ বেসামরিক নাগরিক নিহত ও ১২ জন আহত হয়েছেন।
বিবিসি জানায়, দনবাস অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে গত মাস থেকেই ওই অঞ্চলে অভিযান জোরদার করেছে রাশিয়া। দেশটি সেখানে হাজারো সেনা পাঠিয়েছে। সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক শহরে থাকা ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার চেষ্টায় তিন দিক থেকে হামলা করছেন তাঁরা।
শহর দুটির পতন হলে গোটা লুহানস্ক প্রদেশ রাশিয়ার পুরো নিয়ন্ত্রণে চলে যাবে। এটি ইউক্রেনে ক্রেমলিনের চলমান সামরিক অভিযানের অন্যতম লক্ষ্যগুলোর একটি। রুশ সেনারা যদি সেভেরোদোনেৎস্ক থেকে বাখমুটের রাস্তাটি দখল করতে পারেন, তবে পুরো শহরকে ঘিরে ফেলতে সক্ষম হবেন তাঁরা।
সেভেরোদোনেৎস্ক দখলে রাশিয়া ‘পোড়ামাটি নীতি’ গ্রহণ করেছে বলে গত রোববার লুহানস্কের গভর্নর সেরহি গাইদাই অভিযোগ করেন। তিনি সতর্ক করে বলেন, দোনেৎস নদীর ওপর একটি ছাড়া সব সেতু ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। শহরটি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, ইজিউম, সেভেরোদোনেৎস্ক ও আভদিভকায় রুশ বাহিনী তাদের কৌশলগত অবস্থান জোরদার করছে। পূর্বাঞ্চলীয় বাখমুট ও আভদিভকা শহরের কাছে হামলায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার কাজে লাগাচ্ছে রুশ বাহিনী।
সূত্র: প্রথম আলো।
তারিখ: মে ২৬, ২০২২
রেটিং করুনঃ ,