উজ্বল প্রভা থাকুক তোমার সেই আলোকিত মুখে
অথবা যে আঁধার নেমে আসে নিমিষে
দিনের আলোতেও।
বারবার তাই চাই একটি শিশু মন
শিশু মুখ জড়িয়ে রাখুক তোমাকে।
দুঃখবোধ, যন্ত্রণাবোধ, কষ্ট দহন
এইসব ঘিরে ধরুক, প্যাচিয়ে রাখুক তোমাকে
বিষধর সাপের মত-
এমনটা যেন কখনই না হয়
যতদিন পৃথিবীতে।
অথচ আজ কিঞ্চিত মলিন আভা
তোমার মুখে দেখে আতংকিত হয়েছি বেশ
যেন মায়ের কোল থেকে শিশুটি ছিটকে পড়ে গেল!
আতংকিত হওয়া, বিষন্ন মন নিয়ে
আমার সহে যাওয়ার বাইরে
দুঃখি মুখ হয়ে থেকো না
অস্থির হয়ো না, বিক্ষিপ্ততায়
রুক্ষতায় ভরা মুখ
আমার করুণ দূর্দশার দিন।
শান্ত থেকে, সজীব থেকে প্রফুল্লতা বাড়াও মনে।
দূরে থেকো ঐ সব থেকে-
মনে কোন বাসনা, কোন ভালোলাগা থেকে
তরুণের সাথে কথা বলে বলে-
যা যাতনা গড়ে যায় আপন মনে।
আঁধার নামাইও না আর।
নরম আলো শিশুর মত
খিলখিল হাসি রাশি নিয়ে
থেকো সদা তরুণী।।
তারিখঃ নভেম্বর ৩০, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,