যদি জ্যামিতির ভাষায় বলি তবে বলা যায়, একটি ত্রিভুজের শীর্ষ বিন্দুতে প্রেমের বসবাস আর ত্রিভুজের ভূমি সংলগ্ন সরল রেখার মত লাইনটিতের বন্ধুত্বের চলাচল বা অবস্থান। ভালোবাসা বা প্রেমের ভালো চাষাবাদ করে যে প্রেম একবার শীর্ষে তুলে রাখার পর তাকে কী আর বন্ধুত্বের আসনে ঠাঁই দেওয়া যায় !! মনে হয় যায় না।ষ্পষ্ট ভাষায় কখনই যায় না।
প্রেমের সম্রাজ্যে সারা স্থান জুড়ে থাকে একজনই। একটি ভুবন, একটি লক্ষ্য, দুইটি ধনুক থেকে দুইটি তীরের লক্ষ্য একটি বিন্দুতে। বন্ধুত্বের রাজ্যে থাকে অনেক বন্ধু, নানান রকমের বন্ধু। বন্ধুর প্রয়োজনে বন্ধু, প্রেমে কোন প্রয়োজন নেই।
পরিবর্তনের ধারা নিয়ে সময় এগিয়ে চলেছে খুব দ্রুত, গত কালের চল আজ অচল আর প্রায় সব কিছুরই রকম-সকমে পরিবর্তন হচ্ছে দ্রুত, প্রেমের সম্পর্কে পরিবর্তন এসেছে, আসবে।
প্রেমের সম্পর্ক আজকাল কি বন্ধুত্বে এসেছে দাড়িছে !! এর কারণ জানা নেই তবে মনে হয় ত্যাগ বা বিসর্জন থেকে অনেকেই বেশ দূরে সরে যাচ্ছে, চাওয়া পাওয়াটাই বড় কথা, নগদে যা পাওয়া যায় তাই গননা করে রাখা।
শরৎ বাবুর কথা প্রায় এখন অচল ” বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয় ” – এখন প্রেম দূরে চলে গেলে একেবারে অনেকটাই আড়ালে চলে যায় !
যাকে এক সময় প্রেমের সম্পদ ভাবা এখন কি তাকে বন্ধুত্বের পসরাও ভাবা যায় !! ভাঙ্গা ও গড়ার মধ্য দিয়ে বন্ধুত্ব সারা জীবনের জন্য অটুট থাকতে পারে তবে প্রেম সম্পদে খানিকটা ভাঙ্গন ধরলে তা আর স্ব-স্থানে থাকে না, প্রেমের আকারে থাকে না। প্রেমের সম্পর্ককে আর জোড়া লাগানো যায় না,। বন্ধুত্ব আমাদের নানান প্রয়োজনে, যেমন নানান প্রয়োজনের আমারা নানান পোষাক পরিধান করি। বিয়ের পাগড়ীতে, বিয়ের শাড়ীতে দ্বিতীয় বার সাজা যায় না, বিয়ের পাগড়ী, বিয়ের শাড়ী এগুলি প্রেমের পোষাক।
প্রেমের প্রয়োজন আমাদের অ-জানা থাকে, পরিকল্পনা মাফিক হয় না। হিসাব-নিকাশ মানে না।প্রেম থাকুক আমাদের মনের অনেক গভীরের এক সিন্দুকে, আর বন্ধুত্ব থাকুক আমাদের সম-মনা সকলের সাথে।
সকলের হাতে হাত ধরে বন্ধুত্ব চলে, কিন্তু কখনও সকলের হাতে হাত ধরে প্রেম চলে না, বরং থেমে যায় – এটাই হয় তো প্রেম ও বন্ধুত্বের সাধারণ হিসাব বা পার্থক্য।
তারিখ: আক্টোবর ০৮, ২০১৮
রেটিং করুনঃ ,