লেখক:শুভজিৎ বাগচী আগরতলা।
ত্রিপুরায় নির্বাচনী গণসমাবেশে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস ও বাম ফ্রন্টের জোটকে কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারের আমলে উন্নয়নের জোয়ারে ত্রিপুরা ভেসে গেছে বলে দাবি করেন তিনি। এই উন্নয়নে বাংলাদেশের যে একটা ভূমিকা আছে, সে কথাও স্মরণ করিয়ে দেন মোদি।
উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তর-পূর্ব ভারতকে স্থলবন্দরের সঙ্গে জোড়ার জন্য জলপথ সাজানোর কাজ চলছে। বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারতের মধ্যে অতীতের তুলনায় অনেক বেশি কাজকর্ম ও আদান-প্রদান বেড়েছে। বাংলাদেশের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ ধীরে ধীরে আরও মজবুত হচ্ছে। ত্রিপুরা দক্ষিণ-পূর্ব এশিয়ার “গেটওয়ে”তে পরিণত হচ্ছে।’ ত্রিপুরা থেকে এখন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলেও উল্লেখ করেন মোদি।
২০১৮ সালে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন অর্থাৎ জাতীয় মহাসড়ক (ন্যাশনাল হাইওয়ে), ইন্টারনেট, রেল পরিষেবা নির্মাণ এবং বিমান চলাচল বাড়ানো ইত্যাদি লক্ষ্যে ত্রিপুরায় বিস্তর কাজ হয়েছে বলে দাবি করেন নরেন্দ্র মোদি। বলেন, তিনি আশা করেন যে খুব শিগগিরই আগরতলা থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করবে।
সূত্র:প্রথম আলো।
তারিখ:ফেব্রুয়ারী ১১, ২০২৩
রেটিং করুনঃ ,