চলার পথে নানান কথা– পর্ব – ১৩
তোমার নিজের যা অর্জন সেই অর্জনে আর সার্থকতা নেই।
জীবনের চলার পথে নিজের জীবন অভিজ্ঞা নিয়ে যদি কোথাও লিখি “তোমার নিজের যা অর্জন সেই অর্জনে আর সার্থকতা নেই।” তখন কথাটির কোন অর্থ থাকে না বরং যা কিছু সৎ অর্জন, কঠোর প্ররিশ্রমের অর্জনকে ব্যঙ্গ করা হয়।
খুব বেমানান ও ব্যঙ্গাত্মক হলেও আজ যেন প্রতিষ্টা পেতে চলেছে যে তোমার নিজের যা অর্জন সেই অর্জনে আর সার্থকতা নেই। বৈধ ও সৎ ভাবে চলে সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায় না এমন একটি ধারণা সমাজে প্রচলন শুরু হওয়ার কারণে বৈধ ও সৎ উপার্জনে আস্থা হারিয়ে কি ভাবে একটু বাড়তি আয় করা যায়! উপরি আয় করা যায়! প্রতরণা, চুরি ও ফাঁকি দিয়ে আয় অর্জন করা যায়! এই দিকে মানুষের নজর বেশি। এই ধরণের অর্জন – শিক্ষা অর্জনের ক্ষেত্রে, চিকিৎসার নামে, বিদেশে পাঠানোর নামে, চাকুরী দেওয়ার নামে বা বিবাহ বা দান করার নামে যাই হোক না কেন! অর্থ, খেতাব, ডিগ্রী পদোন্নতি সবই নিজ যোগ্যতায় যে অর্জন তা আজ অতীত বা বাতিলের পাতায় বা খাতায়, বাস্তবে নেই। জোড়া তালি, নানান প্রলেপ, এবং অন্যের দয়া দান নিয়ে অর্জনটাই এখন বড় লক্ষ্য।
জীবনের প্রয়োজনে সবাই অর্জন চায় কিন্তু সেই অর্জন ন্যায়ের পথে নাকি অন্যায় পথে তা বিবেচনায় না নিয়ে দ্রুত অর্জন করতে গিয়ে অন্যায় ভাবে, জোড়-জবস্তি করে নিজের জন্য দখল করাটাই সমাজে বা দেশে দেশে প্রতিষ্ঠা পেতে চলছে খুব অসহায় ভাবে। যেখান থেকে বিদায় নিতে চলেছে মানবতা বোধ, সহিঞ্চুতা বোধ ফলাফলে অশান্তি, দাম্ভিকতা ও নানান দ্বন্দ্বের সূচনা।
তারিখঃ অক্টোবর ২৮, ২০১৯
রেটিং করুনঃ ,