কোন বেলায় কোন অবেলায়!
জ্বালায়ে আলো হৃদয়ের অনেক গভীরে
কেন বা নিভাও আবার তোমার খেয়ালে!
কেন আলোটুকু আলোকিত থাকে না
হৃদয়ে আমার যেমনটা চাওয়!
খেয়ালিপনায় বাঁধা পড়ে
বন্দী থেকেছি তোমার মায়াতে
মুক্ত হতে পারি নি, মুক্ত না হয়ে বরং যুক্ত থাকতে চেয়েছি
মুক্ত শক্ত বহু গুণে।
তোমার সবই খেয়ালিপনায়
তাই তো বুঝি কেন জ্বালায়ে আলো হৃদয়ে
আবার নিভাও!
সৃষ্টিকর্তা আপন মনে
সৃষ্টি করলেন অগণিত আশ্চার্য সব;
আগ্রহ ছিল না কিছুতেই ,কোন সৃষ্টিতেই।
আগ্রহ ছিল শুধু একখানে,
অবুজের মত-
শুধু জানতে চেয়েছি
কিসে গড়া তোমার চোখ!
কোন মায়া যাদু বসত করে সেখানে!
বন্দী হলাম সেখানে, খুব সহজে-
তোমার মগ্নতায় আমি, ধ্যানে রত যেন প্রতিক্ষণ।
তোমার মায়ায়, তোমার চোখের যাদুতে
তোমার খেয়ালিপনায়
তাই বড় ভালো লাগে যখন
বেলা অবেলায়
জ্বালায়ে আলো হৃদয়ে
আবার নিভাও।
তারিখঃ ডিসেম্বর ১১, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,