যা পাব না জেনেও কেন বা পাওয়ার আশা!
দুরু দুরু সারা ক্ষণ, মন, পদ্ম পাতায় ভাসা।
নাই বিরাম, নাই ভরসা, শুধু চেয়ে থাকা!
কল্পনায় মাধুরী মিশায়ে শুধু বাসনা আঁকা,
কিছু অর্থ না পাই, কিছুবা হিসাবের জের –
পাওয়ার আশাটুকু বুঝি অনন্ত আকাশের।।
মিলায়েছি তাই তোমাকে অনন্ত আকাশের ভীড়ে
কোন এক আশা ধরে মিশেছি তোমার আঁখি তীরে।
যতটুকু ক্ষণ, প্রতিজ্ঞা পণ, আশা নিরাশার মাঝে
থাকি যেন অনন্ত প্রকাশে তোমার সৌন্দর্য সাজে।।
তারিখঃ এপ্রিল ০৫, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,