নদীর স্রোত, ঝর্ণা ধারা, বাগানে ফোটা ফুল
উড়ে চলা পায়রার দল,
শিউলি ঝরার ক্ষণ।
তোমরা স্থির হও-
থেমে যাও।
যতক্ষণ না পর্যন্ত তার মুখে হাসি ফুটাতে না পারবে।
তোমরা স্থির, অনড়, হঠাৎ থেমে যাওয়া বাতাস !
মূল্যহীন হয়ে আছো তোমরা-
যতক্ষণ না পর্যন্ত তার মুখে হাসি ফুটাতে না পারবে।
নদীর স্রোত তুমি কি পারও না তার মাঝে চাঞ্চলাতা দিতে !
ঝর্ণা ধারা তুমি কি পারও না তার মাঝে উচ্ছ্বাস এনে দিতে !
বাগানে ফোটা ফুল সৌরভ, সুগন্ধী বিলিয়ে কি পারো না !
তার মুখে হাসি ফুটাতে !
পায়রার দল তোমরা কি পারো না তার মুখের ভার কমিয়ে দিয়ে
ঠোঁটের কোণে বাঁকা হাসি !
শিউলি ঝরার ক্ষণ তুমি যে ভালোবাসার প্রতিক ! তুমিও কি পারও না তার মুখে
ভালোবাসা দিতে দিতে হাসির ফোয়ারা ফুটাতে !
আমি তোমাদের অভিশাপ দিয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত তার মুখে
মুক্তা রাশি রাশি হাসি ফুটাতে না পারবে !
অনন্তঃ কাল হলেও তোমরা স্থির হয়ে থাকবে, থেমে থাকবে।
তার মুখে মুক্তা রাশি রাশি হাসি ফুটালেই তোমাদের মুক্তি।
আপন মনে চলাচল।
তারিখঃ সেপ্টম্বর ১৭, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,