তোমাকে দেখার মূল্যটুকু দিও কিছু চাই না যে আর –
মহা-আকাশ সমান সৌন্দর্য খচিত তোমার দেহ সম্ভার।
তোমার বিলানো সৌন্দর্য দানে কৃজ্ঞত আমি সৃষ্টির প্রতি
এই গর্ব ধারণ করে চলেছি আমি যেন মহাকালের চলমান গতি।
জগতের যদি সকল বিশ্ময় একত্রে করে এক পাত্রে রাখি
তোমার বিশ্ময়ে জগতের বাকি বিশ্ময় যাবে আঁধারে ঢাকি
নক্ষত্র গ্রহ রবি মহাকাশ সারা বিশ্বের যত ঐশ্বর্যবান
ক্ষুদ্র হোক সকলি, শুধু সত্য হোক তোমাকে দেখার মূল্যমান।।
তারিখ : মে ১০, ২০১৮ ( শ )
রেটিং করুনঃ ,