এই বিশ্বাসটুকু রেখে যাব আমি, একদিন কোন
নিভৃতে খুব একাকি খুব কাঁদবে তুমি
কাঁদার কারণ জানবে না তুমি, শুধু-
অঝরে কেঁদে কেঁদে কখন রাত গভীর হয়ে
সকালের আলো ফুটবে জানবে না তুমি তাও।
একটু হালকা হতে পাখির কাছে ছুটে যেতে চাইবে,
পাখি উড়ে যাবে।
একটু শান্ত আকাশের মেঘের কাছে যেতে চাইবে
মেঘ মিলিয়ে যাবে অনন্ত নীলে।
একটু মুক্তি পেতে মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে চাইবে
বাতাস দিবে বাঁধা।
আলোকিত হতে সকালের প্রথম আলোর কাছে ছুটে যেতে চাইবে
আলো যাবে আঁধারে লুকায়ে।
আমার কাছে ছুটে আসতে চাইবে না জানি, তাই অভিশাপ দিয়ে গেলাম
তুমি কাঁদবে, নিভৃতে খুব একাকি তুমি খুব কাঁদবে।
দৃঢ় চিত্তে পণ প্রতিজ্ঞা করে গেলাম তোমাকে খুব কাঁদাবো একদিন আর
শ্রবাণের ধারার মত অঝরে কাঁদবে তুমি বেসামাল হয়ে-
এ আমার প্রতিজ্ঞা পণ অক্ষরে অক্ষরে।।
তারিখঃ মার্চ ২১, ২০১৯ (শ)
রেটিং করুনঃ ,