প্রথমত আমাদের লেখার ধরণটা কী হবে, বেশ একটা বড় ভাবার বিষয়।
চলমান ভিক্তিক নাকি সাহিত্যিক !! আর একটি বিষয় না বললে নয়। রাজনৈতিক। রাজা- রাণীদের নিয়ে কথা বা লেখা সবই রাজনৈতিক।
রাজনীতি নিয়ে লিখে লেখকরা পুরস্কিরিত হয়েছেন এমন উদাহরণ কম। তবে সম্রাট আকবরকে বাদ দেওয়া যায় না। বড় সন্মান করতেন জ্ঞানী ও লেখকদের।
উট পাখির জীবনকে আমরা যেমন বিদায় দিতে শুরু করেছি ঠিক সে ভাবে তেলে পোকার জীবন নিয়ে এখনো যাদের বসবাস তাদের উচিত তেলে পোকার জীবন বর্জন করা। একই ধরণের কথা বলা, একই ধরণের খাবার খাওয়া। একই ধরণের পোষাক পড়া, একই ধরণের চান্তা চেতনা। সব্ই র্জন করা।
পরিবর্তন চাই যুগোপযোগী পরিবর্তনের সাথে। আমাদের লেখা হোক পরিবর্তনের লেখা।
04/13/2012
রেটিং করুনঃ ,