কত আষাঢ় আসল কত শ্রাবণ!
কত ঝড় ঝড় বৃষ্টির পতন
সাথে দমকা বাতাসে শীতল পরশের শান্তির খেয়া ঘাট
অথচ তখনও মনে তাপদাহ, তৃষ্ণার জয়জয়কার চৌচির মনের মাঠ।
যখন একটি বার দেখা হলো, একটি দুটি কথা
সারা জগৎ প্রশান্তিময় জগৎ জুড়ে সুখের বারতা।
কি যে মহা শক্তিমান তুমি ! মন আলো করা পরী
আমায় তুমি ভাসিয়ে নিয়ে চল আ-জনম আমি হই মাঝি তুমি হও তরী।।
তারিখ: জুন ১০, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,