শ্রাবণের মেঘ আঁধার করে ঢেকেছে যেমন আলো
হৃদয় আকাশ তেমন বিষাদে মাখা থরো থরো কালো
নাই মনে গতি, আনন্দ ধারা কোন সুখকর আভা
হারায়াছে উচ্ছ্বাস, প্রাণ চাঞ্চলতা, আলোকিত প্রভা।
কেমনে বুঝিল এ ধরা তোমার খানিক শূণ্যতায়
সকলি নিঃপ্রাণ হবে নিস্প্রভ, অন্ধকার তমস্যায়।
প্রতি সামান্য ক্ষণ অতি দীর্ঘ কাটিতে না চায়
কে বা থাকিতে চায় বিরহ ঘোর বিষন্নতায়
আলোকিত তুমি আলোর প্রতীক ফিরে আসো আলো রূপে
অথবা যে যায় প্রাণ যাতনায় পুড়ে পুড়ে ধূমায়িত ধূপে।
খানিক শূণ্যতায় শাস্তির যে সাজা ডন্ড বহর
তুমি কী অন্তর বুঝেছো প্রতি অক্ষরে অক্ষর।।
নতজানু ভঙ্গিতে দিয়েছি হৃদয়ের ডাক তাই
শূণ্যতার বদলে পূর্ণতা দিয়ে চোখে তোমার দেখা চাই।।
আসুক তবে আলোকিত প্রভা, কেটে যাক শ্রবণের মেঘ।
আমরা বেঁধেছি প্রাণ, সত্য হোক, শুদ্ধ হোক প্রাণের আবেগ।
তারিখ: আগষ্ট ০৬, ২০১৮ (শ)
রেটিং করুনঃ ,